দূরত্বের বয়সটা আজ প্রায় দু’বছর,   

এখন তুমি হৃদয়ে বাঁধচ নিজের স্বপ্নের ঘর।             

 

দূর হতে চেয়ে রয়েছি ওই অপলক দৃষ্টিতে,

আবারও ইচ্ছে করে ওই মায়াবী চোখে হারিয়ে যেতে।

 

আমার গল্পে তুমি অদ্বিতীয়, নেই কোনো বিকল্প,

যদিও তোমার গল্পে আমার স্থায়িত্ব ছিল অল্প।

 

তবুও চেয়েছি তোমাকেই, লিখেছি চিঠি পুরনো ঠিকানায়,

তুমি এখন বদলে গিয়েছো, তাই চিঠিগুলোর স্থান ডায়েরির জীর্ণ পাতায়।


 

লিখবনা আর তোমায় নিয়ে, ভাববো না আর তোমার কথা,

কিছু প্রেম মনে আসলেও, সময় ভুলিয়ে দেবে প্রেমের কথা।


 

এখন তুমি ভালোই আছো, সুখে করছো ঘর 

আমার যে তাতেই সুখ, কিন্তু সুখটা ভীষণ পর।


 

তবুও তোমার জন্য এখনোও বদলায়নি পরিচয়টা,

কিন্তু তুমি বদলে গিয়েছো অনেকটা।।

 

Picture courtesy : Matthew McBride