ঘন ঘোর বিষণ্ণ আঁধারে,
নগ্ন চাঁদের আলোছায়ায়,
ক্ষয়ে যাওয়া মানুষ গুলো সব-
পদ্ম হয়ে ওঠে।
অনাগত ভবিষ্যতের মৃত্যু শয্যায়,
যন্ত্রনার বিক্ষত পলাশ জেগে ওঠে-
ধূসরিত নীল আকাশে।
তারারা সব বিচ্ছিন্ন,
আলোর পিয়াসী যাত্রীরা সব
স্বপ্ন সাগরে ডুব দেয়।
আলো ছায়ার শুন্য গ্রহে
ভেসে ওঠে ডুবন্ত পাখিরা
বেড়ে ওঠার প্রতিশ্রুতি নিয়ে।
সোনালী স্বপ্নের ঝর্না ধারায়
পাল ওঠে নতুন হাওয়ায়।
এই অরন্য আঁধারে,
এই আলো ছায়ায়,
জ্বলে উঠুক একাটি-
নতুন প্রদীপ।
একটি জীবন সত্যের প্রদীপ,
সৃষ্টি করুক আলোছায়া।।