অন্ধ পাখিটা
ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেছে -
না, তার ঘরে ফেরার
আর কোনো তাড়া নেই ;
মুখরিত দিবা, বর্ণময় রাত
ফিকে হয়ে গেছে -
না, মনের কোণে আর
কোনো রোশনাই নেই I
আকাশের নীল
যেন কালচে শামিয়ানা ;
নক্ষত্রের নকশিকাঁথা -
আজ ঝলসানো চন্দ্রাতপ ;
নগরে প্রান্তরে
শুধু মৃত্যুর আনাগোনা-
সভ্যতার আঙ্গিনা
যেন অভিশপ্ত মন্ডপ I
সমগ্র বিশ্বের গায়ে আজ
দগদগে বিষাক্ত ক্ষত -
প্রভুত্বের যত আস্ফালন
সব নিমেষে স্তব্ধ , দর্প চূর্ণবিচূর্ণ ;
মানুষে মানুষে এবার
স্থায়ী ব্যবধান, মিলাপ অন্তর্হিত -
দেবতারা সব চিরনিদ্রায়
পূজার ফুল কন্টকাকীর্ণ I
প্রতিশোধের অট্টহাসি
হাসছে যে ওই দামাল প্রকৃতি;
চোখেমুখে যেন তৃপ্তির আভাষ
নিশ্বাস তার শান্ত;
দূষণের দাবানল হয়েছে স্তিমিত
বাতাস পেয়েছে গতি;
রুদ্ধ হয়েছে দানবের দাপ,
লোভাতুর মস্তিষ্ক -
আজ বিভ্রান্ত I
শিক্ষা নাও হে মানুষ,
এ মৃত্যুমিছিল তোমায়
দিয়ে যাক চরম শিক্ষা;
নতুন করে লেখো
জীবনের কোনো নিষ্কলঙ্ক সংলাপ -
শেখো প্রকৃতির নিজস্ব বাঁচার মন্ত্র,
ত্যাগ-তিতিক্ষা I
এবার তবে দূর হয়ে যাক
অসহিষ্ণুতার যত তাপ-উত্তাপ-
মুছে যাক, মুছে যাক এবার
মনের যত কলুষিত
প্রমত্ত প্রলাপ II
----------X----------