দিক্ভ্রান্ত জাহাজের ডেকে
ভর্তি হাজারো বস্তা ,
বস্তা ভরা বইয়ের সম্ভার
কোনোটা বহুমূল্য, কোনোটা সস্তা।
এরকমই কোনো জীর্ণ বইয়ের
গভীরতম খাঁজে
ছেঁড়া কোনো এক ধূসর পাতার
অবহেলিত কোণে,
বিধ্বস্ত, জরাজীর্ণ,
বিমর্ষ এক পোকা
অতিপ্রাচীন কাল থেকেই
একনাগাড়ে শতাব্দী গোনে।
জাহাজ.... সে তো চলছে ভেসে
নীল সাগরের বুকে
অনন্তবিস্তৃত উন্মাদনার
একরোখা সওয়ারী,
উত্তাল ঢেউ আছড়ে পড়ছে
ডেকের পাষাণ বুকে
দিগন্ত ছুঁয়ে ফণা তুলে
ফের দূরদেশে দেয় পাড়ি।
পোকা কেঁদে চলে সাগরপাড়ের
ঝিনুকগুলো দেখে
না চাইতেই যারা প্রতিদিন
সেই ফেনাতে সিক্ত।
হিংসা করে পোকা আজও
নুনের কথা ভেবে
অজান্তে সেই স্নিগ্ধ দেহেই
বিলীন যারা নিত্য।
ধরে নে আমিই ছোট্ট পোকা
তুই নীল জলরাশি
অনাকাঙ্খিত হতে পারি ...
তবু সাঁতার ভালোবাসি।
জানতে চেয়েছি সাগর কেমন
ব্যর্থ প্রতি পদে
বিশালতা যে হয়েছিল হেতু
পোকার কামনা রদে।
জাহাজ যদি যায় ভেসে যাক
গোলার্ধ মেপে নিতে
গোধূলির রাঙা সূর্যও যাক
আজকের মতো পাটে।
রূপকথা কি তৈরি হবে না
তোর সম্মতি মেনে...
যদি পোকা সেজে ডুব দিই আমি
আজ এ সাগর-বাটে ??