ঈশান কোণের মেঘ বৃষ্টি দিলেও নৈঋত কিন্তু ব্যর্থ

শুধু কি নৈঋতেরই দোষ? নাকি মেঘের স্বার্থ?

 

কারোর চাওয়া পূরণ হয়, আর কেউ থাকে অতৃপ্ত ;

তুই আজকে না ভিজলেও শহর কিন্তু সিক্ত।

 

চেনা শহরেও আজ হঠাৎ বেমানান ঢেউ

তোর হয়ে সন্ধ্যেবেলা ভিজলো অন্য কেউ....

 

এক পশলা বৃষ্টির পর সেই অতিপ্রাচীন গন্ধ

আজ হঠাৎ অচেনা হলেও আমার লাগেনি মন্দ।

 

প্রেমটা হয়তো বেঁচে আছে সেই গন্ধ আর রঙে,

বেরঙিন বৃষ্টিটাও আজ বাদামী -- ব্যর্থতার জঙে।

 

অযাচিত বজ্রপাত তুই হয়তো চাসনি....

চেনা শহরের সোঁদা গন্ধটা আজও ভুলে যাসনি।

 

প্রেম মানেই বসন্ত নয়.... বর্ষাও তার অংশ,

কালো মেঘের আড়ালে আজ সূর্য হলো ধ্বংস।

 

কয়েক দশক পর যখন তুই আর আমি একা, 

হয়তো এক মেঘলা দিনে তোর আমার অনাকাঙ্খিত দেখা....

 

"কিরে... কেমন আছিস?" আমি জিজ্ঞাসা করতাম ;

তুই হয়তো বলবি, "না রে.... ভালো থাকতে পারতাম।"