সময়টা এখন শরৎকাল,
সবার মনে পূজোর সকাল ।
প্রান্তরে প্রান্তরে কাশফুল, ।
দেবী দুর্গার আগমনের মূল
মণ্ডপে মণ্ডপে দুর্গা পূজা,
মা-এর হাতে অসুররা পাবে সাজা।
পঞ্চমী থেকে নবমী পর্যন্ত মহাসমারোহ,
আনন্দে বাড়ি ফিরবে না কেহ।
চতুর্দিকে কেবলই আলো,
রইবে না কোনো স্থান কালো।
অষ্টমীতে মন্ডামিঠাই,লুচি, কচুরির গন্ধে,
পেটপুজো না প্রতিমাদর্শন?মন পরে যায় দ্বন্দ্বে।
নবমীর শুরু সন্ধিপূজোয়, মানুষ রইল মেতে,
সকাল গড়িয়ে দুপুর হল,কুমারীপুজো শেষ হতে।
সময় তো আর থেমে থাকে না, বাঁধবেই কে বা তাকে?
চোখের পলকে দশমী আগত, স্বর্গসুখের ফাঁকে।
বছর পরে এসো আবার, নিও শতকোটি প্রণাম,
তোমাকে ছাড়া যে অসম্পূর্ণ, সুদূর কৈলাশধাম।।