রয়ে গিয়েছে বাকি আজ অনেক কিছুই,
পরে রয়েছে যথাস্থানে
যে যার মতন করে ।
নদের সঙ্গী দমকা বাতাস
মাখছি আজও গায়ে,
মাখছিনা শুধু স্রোতের কোলাকুলি
আলতো পায়ে পায়ে ।।
গঙ্গার বুকে ডিঙির পাল
আজও চলেছে বয়ে
বইছেনা শুধু আদুরে বাতাস
যাচ্ছে, সবই সয়ে ।।
তিলোত্তমার আকাশরেখা
খেলছে আজও স্রোতের বুকে,
খেলছেনা শুধু নয়নদুটি
নিটোল স্পর্শে, ভুলচুকে।।
চায়ের ভাঁড়েতে পড়ছে চুমুক
তবে সংখ্যাটি আজ একে,
ভাবনাগুলি নিচ্ছে কেড়ে
অবসরটুকু,
সময়ের ফাঁকে ফাঁকে।
প্রিন্সেপের ক্যানভাসখানি
আজও বলছে গল্প, শুনছি আমি
শুধু গল্পখানির শিরোনামেতে
সেই তুমি, নেই তুমি ৷ ৷